Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

· জেলা তথ্য অফিস সরকারের তথ্য মন্ত্রনালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।

· জেলা তথ্য অফিস সরকারের কর্মসূচি ও নীতি সম্পর্কে দেশের জনসাধারন কে অবহিত, শিক্ষিত ও উদ্ধুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে।

· বিভিন্ন সামাজিক , অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুনিদির্ষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে জেলা তথ্য অফিস জনসাধারনকে সেবা প্রদান করে থাকে।

 

জেলা তথ্য অফিসের গ্রাহকঃ

গ্রামীন কৃষক, শ্রমিক,মহিলা এবং শিশু সহ দেশব্যাপী তৃণমূল পর্যায়ের সুবিধা বঞ্চিত এবং  অর্থনৈতিক ও সামাজিক ভাবে অনগ্রসর বিশাল জনগোষ্টী জেলা তথ্য অফিসের গ্রাহক।

প্রচারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্র সমূহঃ

জেলা তথ্য অফিস অর্পিত দায়িত্বের আলোকে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে প্রচারের মাধ্যমে জনগনকে সেবা প্রদানের কর্মসূচি পালন করে।

 

সেবা প্রদানের বিষয়গুলো হলঃ

·   নারী শিক্ষা

·   বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

·   শিশু ও নারী অধিকার

·   প্রজনন স্বাস্থ্য

·   জন্ম নিয়ন্ত্রন

·   জন্ম নিবন্ধন

·   নারী-পূরুষের বৈষম্য হ্রাস

·   নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ

·   নিরাপদ মাতৃত্ব

·   বাল্য বিবাহ রোধ

·   যৌতুক প্রতিরোধ

·   টিকাদান কর্মসূচি

·   এইচ আই ভি / এইডস প্রতিরোধ

·    নারী ও শিশু পাচার রোধ

·    মাদক দ্রব্যের অপব্যবহার রোধ

·    স্যানিটেশন

·    বৃক্ষ রোপন

·    বার্ড ফ্লু প্রতিরোধ

·    মৎস্য এবং হাঁস-মুরগী ও গবাদি পশু পালন

·    কুটির শিল্প

·    আত্মকর্মসংস্থান

·    যুব উন্নয়ন

·    নির্বাচনী প্রচার

·    সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড।

 

 

সেবা প্রদানের পদ্ধতি বা কৌশলঃ

 

          ♣ ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন

          ♣  উদ্বুদ্ধকরন লোক সংঙ্গীতানুষ্ঠান

          ♣ সেমিনার/মহিলা সমাবেশ/আলোচনা সভার আয়োজন

          ♣ কমিউনিটি সভা এবং উঠান বৈঠকের আয়োজন

          ♣ কিশোর মেলা, শিশু মেলা ও নারী উন্নয়ন মেলার  আয়োজন

          ♣ কথামালা প্রচার ও খন্ড সমাবেশ

          ♣  পি এই কভারেজ প্রদান ও ভাষণ যন্ত্র স্থাপন

          ♣ সিনেমা হল পরিদর্শন ও আশ্লীল ছবি প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহন।

          ♣ মাসিক জনমত প্রতিবেদন তৈরী

          ♣ পোষ্টার লিপলেট ও প্রচার পুস্তিকা বিতরণ

          ♣ প্রশিক্ষন ও মতবিনিময় সভা আয়োজন

          ♣ সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত ও প্রকাশ

          ♣ স্থানীয় বিভিন্ন বিভাগ এবং প্রেস ও সাংবাদিকদের সাথে প্রচার কাজের সমন্বয়।

 

     জনগন  কিভাবে উপকৃত হয়ঃ

 

জনগনের জীবনমান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সম্পর্কে প্রচার কৌশল প্রদর্শনের মাধ্যমে জেলা তথ্য অফিসের দক্ষ কর্মচারীবৃন্দ তৃণমূল পর্যায়ে জনগোষ্ঠীকে উদ্ধুদ্ধ করেন। এর মাধ্যমে সাধারন মানুষ জীবনমান উন্নয়নে শিক্ষা লাভ করে থাকেন।

 

■  কিভাবে সেবা পাওয়া যায়ঃ

 

জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি লীডারদের অর্ন্তভুক্ত করা হয়। তাদের মাধ্যমে অথবা সরাসরী জেলা তথ্য অফিস সমূহে যোগাযোগ করে সাধারণ মানুষ এই দপ্তরে সেবা গ্রহণ করতে পারেন।

* জনগনকে প্রকৃত অর্থে সেবা প্রদান করাই জনকল্যানমূখী প্রতিটি সরকারের অন্যতম দায়িত্ব।

* আপনার এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ এবং দশের মানুষের জীবন মান উন্নয়নে জেলা তথ্য অফিসের সাহায্য নিন।

আপনার এগিয়ে আসা এবং সহযোগিতার মনোভাব জেলা তথ্য  অফিসের সেবা কার্যক্রম আরো জোরদার ও সুসংহত করবে।

@সেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগর ঠিকানাঃ

 

@মহাপরিচালক                @ তথ্য ও ডকুমেন্টেশন অফিসার        @ জেলা তথ্য  অফিসার    

গণযোগাযোগ অধিদপ্তর                 গণযোগাযোগ অধিদপ্তর                  জেলা তথ্য অফিস,পিরোজপুর । 

     ফোনঃ ৮৩৯২২৯৬                        ফোনঃ ৯৩৬১৩৫৮                        ফোনঃ  ০৪৬১-৬২৪১৯