সরকারের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা হতে গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৮-২০ গ্রেডের তিন ক্যাটাগরির পদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ১৮ গ্রেডের এপিএই অপারেটর ১২ জন, ২০ গ্রেডের অফিস সহায়ক পদে ১৭ জন ও একই গ্রেডের নিরাপত্তা প্রহরী পদে ৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের রোল নম্বরের তালিকাসহ বিস্তারিত গণযোগাযোগ অধিদপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.masscommunication.gov.bd) প্রকাশ করা হয়েছে। ১৩-১৬ গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির পদে অপেক্ষমান তালিকা হতে নিয়োগের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস